Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাকায় কৃষিমন্ত্রীকেও ‘এক দফা’ দাবির লিফলেট দিল বিএনপি
--সংগৃহীত ছবি

ঢাকায় কৃষিমন্ত্রীকেও ‘এক দফা’ দাবির লিফলেট দিল বিএনপি

অনলাইন ডেস্ক:

সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বিএনপির সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায় ও ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।

রাজধানীর কাকরাইলে সার্কিট হাউস কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর কৃষিমন্ত্রীর হাতেও লিফলেট তুলে দেন বিএনপির কেদ্রীয় নেতা ফজলুল হক মিলন। গতকাল দুপুরে জুমার নামাজ আদায়ের পর মসজিদের গেটে দাঁড়িয়ে লিফলেট বিতরণকালে এ রকম দৃশ্য দেখা  গেছে বলে জানালেন মুসল্লিরা।

শুক্রবার এই মসজিদে নামাজ পড়েছেন অনেকের সঙ্গে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কামাল হোসেনসহ অনেকে।

কৃষিমন্ত্রীর হাতে লিফলেট বিতরণের আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।

নিউজ প্রিন্টে এক পৃষ্ঠার ‘এক দফার এই লিফলেটে লেখা আছে…শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। ফজলুল হক মিলন বিএনপির ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের জেলা সভাপতি।

About Syed Enamul Huq

Leave a Reply