Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

এম.এ.রহমান সীমান্ত, উখিয়া, কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল উখিয়া সফর করেন। এ সময় তার সাথে ছিলেন নরওয়ে দূতাবাসের সিনিয়র উপদেষ্টা মোর্শেদ আহমেদ।

এ সময় প্রতিনিধি দল উখিয়ার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট’র সিআইসি অফিস, নরওজিয়ান রিফিউজি কাউন্সিল কর্তৃক পরিচালিত এনআরসি লার্নিং সেন্টার পরিদর্শন করেন।এসময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তারা ক্যাম্পের কিছু এলাকা ঘুরে ফিরে দেখেন।

পরে দুপুর ১২টারদিকে উখিয়ার পাতাবাড়ি শৈলর ডেবাতে ডব্লিউএফপি’র তত্বাবধানে ও সুশীলন এনজিও কর্তৃক পরিচালিত ”লাইভলিহুডস্ কার্যক্রম” এবং রাজাপালংস্থ আলিমুড়ায় আইওএম’র তত্বাবধানে প্রত্যাশী এনজিও কর্তৃক পরিচালিত ”লাইভলিহুডস্ কার্যক্রম” পরিদর্শন করেন।এসময় ক্যাম্প প্রশাসনের পদস্থ প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও কয়েকটি এনজিও’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।

About Syed Enamul Huq

Leave a Reply