Monday , 22 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাকা -১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহর’ নেতৃত্বে মৌলবাদীর বিরুদ্ধে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ

ঢাকা -১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহর’ নেতৃত্বে মৌলবাদীর বিরুদ্ধে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ

তানজিনা আফরিন : সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা কিংবা অপসারণ করার প্রতিবাদে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঢাকা- ১৬ আসনের মাননীয় এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ’র নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর বিকেল ৩টায় মিরপুর-১১নং বাংলা স্কুল ও কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিরপুর ১২ নম্বরের মোল্লাহ মার্কেটে গিয়ে শেষ হয়। পুরো মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। স্লোগানে স্লোগানে মুখরিত।
বিক্ষোভ মিছিল শেষে ঢাকা- ১৬ আসনের মাননীয় এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ তাঁর বক্তব্যে বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে। দেশে আবারও মৌলবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে অঙ্কুরেই রুখে দিতে হবে। কোনভাবেই এবার জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবে না। তাদেরকে যেকোন মুল্যে প্রতিহত করতে হবে। এরা জাতির শত্রু। এরা শুধু জানে হামলা করতে। মানুষের জান মালের ক্ষতি করতে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য। আজ দেশের মানুষ আওয়ামী লীগের সেবা পাচ্ছে। জনগন সুখে শান্তিতে আছে। কিন্তু জঙ্গিবাদিরা এতে বাঁধা সৃষ্টি করছে। তাদেরকে এ দেশ থেকে এবার বিতারিত করতে হবে। বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ডিএনসিসি’র ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হালিম মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব হালিম মোল্লাহ, ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শেখ সেলিম, ৯২নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুহুল আমিন ও ৯১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম কালাম আজাদসহ পল্লবী ও রূপনগর থানার অন্তর্গত ৬টি ওয়ার্ড ও ইউনিট আওয়ামীলীগ সহ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, বাস্থহারালীগ, তাঁতিলীগ, মটরচালক লীগ এবং মহিলা আওয়ামী লীগ, যুব-মহিলা লীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ লাখো জনতা সমাবেশ

About Syed Enamul Huq

Leave a Reply