Wednesday , 27 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তপ্ত দুপুরে শ্রমিকদের সুরক্ষায় সৌদি-আমিরাতের নতুন সিদ্ধান্ত
--ফাইল ছবি

তপ্ত দুপুরে শ্রমিকদের সুরক্ষায় সৌদি-আমিরাতের নতুন সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক:

শ্রমিকদের সূর্যের নিচে কাজ করা নিষিদ্ধ করল সৌদি আরব। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গ্রীষ্মের মাসগুলোতে দিনের কিছু নির্দিষ্ট ঘণ্টায় এ নিয়ম মানা হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতি থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সিদ্ধান্তটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর ফলে উন্নতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করেছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে শ্রমিকদের জন্য কাজ করা নিষিদ্ধ।

সূত্র : আল অ্যারাবিয়া

About Syed Enamul Huq

Leave a Reply