Friday , 1 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তফসিল ঘোষণায় নোয়াখালীর হাতিয়ায় আনন্দ মিছিল
--প্রেরিত ছবি

তফসিল ঘোষণায় নোয়াখালীর হাতিয়ায় আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হাতিয়ায় এখন নির্বাচনী আনন্দ ধারা বইছে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর বাসভবনে এসে শেষ হয়।

এ সময় আনন্দ মিছিলে হাতিয়া পৌরসভার মেয়র ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ,নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, সহ হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীকে এমপি হিসেবে দেখতে চায় এ স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশ স্থল।

About Syed Enamul Huq

Leave a Reply