Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনা ২১ যুদ্ধবিমান, ৫ নৌ-জাহাজ
--সংগৃহীত ছবি

তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনা ২১ যুদ্ধবিমান, ৫ নৌ-জাহাজ

অনলাইন ডেস্ক:

চীনা ২১টি যুদ্ধবিমান এবং পাঁচটি নৌ জাহাজে বেষ্টিত রয়েছে তাইওয়ান। এএনআই জানিয়েছে, আটটি বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ চীনের সামরিক বাহিনীর ১৭টি বিমান ও পাঁচটি জাহাজকে ট্র্যাক করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের (পিএলএএএফ) ১৭টি যুদ্ধবিমানের মধ্যে আটটি তাইওয়ান প্রণালির মধ্যবর্তী রেখা অতিক্রম করেছে বলে জানিয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী।

বিমানগুলোর মধ্যে চারটি ১১’এএন জেএইচ-৭ বোমারু যুদ্ধবিমান, দুটি সুখোই সু-৩০ যুদ্ধবিমান এবং দুটি শেনইয়াং জে-১১ বিমান। এদের মধ্যে জেএইচ-৭ এবং সু-৩০ বিমান উত্তর প্রান্তে মধ্যরেখা অতিক্রম করেছে এবং দুটি জে-১১ যুদ্ধবিমান দক্ষিণ প্রান্ত অতিক্রম করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কমব্যাট এয়ার পেট্রলস (সিএপি), নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যকলাপের ওপর নজরদারি করা এবং প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দিয়েছে।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসাকে কেন্দ্র করে সেখানে আক্রমণাত্মক কার্যক্রম বাড়িয়েছে চীন।

সূত্র : এএনআই।

About Syed Enamul Huq

Leave a Reply