Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তাপপ্রবাহ থাকতে পারে ১৮ মে পর্যন্ত
--সংগৃহীত ছবি

তাপপ্রবাহ থাকতে পারে ১৮ মে পর্যন্ত

অনলাইন ডেস্ক:

আবারও ফিরে এলো তাপপ্রবাহ। বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় গতকাল সোমবার প্রায় সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। তবে দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহকে ‘মৃদু’ শ্রেণিতেই ফেলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মঙ্গলবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল  বলেন, ‘বৃষ্টি অনেকটাই কমে গেছে।

এর আগে গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে টানা ৬ মে পর্যন্ত প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। এটি রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে দেশের ইতিহাসে একটানা তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড। ধীরে ধীরে বৃষ্টি বাড়ায় ৭ থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না।

তবে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় গতকাল সোমবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা অঞ্চলভেদে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আগের দিনের তুলনায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র তিন জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ২০ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় পাঁচ মিলিমিটার ও নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টিপাত কম থাকতে পারে আজও। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টি আরো কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার শুধু রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।

গতকালের মতো আজও সারা দেশে  দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

About Syed Enamul Huq

Leave a Reply