ওয়াজেদ মিয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনসঙ্গিনী হওয়ার পরও কখনো তাঁর রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। তিনি তাঁকে রাজনীতিতে সাহস ও শক্তি জুগিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা-কবিতায় তাঁকে স্মরণ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন