Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তিন উপজেলা ও ছয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যাঁরা

তিন উপজেলা ও ছয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যাঁরা

অনলাইন ডেস্ক:

তিন উপজেলা ও ছয়টি পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সাফিউল আযম চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি, খাগড়াছড়ির গুঁইমারা উপজেলায় চেয়ারম্যান পদে মেমং মারমা, মেহেরপুরের সদর পৌরসভায় মেয়র পদে মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ সদর পৌরসভায় মেয়র পদে মো. আব্দুল খালেক, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে মো. আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানী বাজার পৌরসভায় মেয়র পদে মো. আব্দুস শুকুর, রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেন মনোনয়ন পেয়েছেন। গোপালগঞ্জ সদর পৌরসভা উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে, বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী ১৫ জুন ছয়টি পৌরসভা ও তিন উপজেলায় ভোট হবে। এসব স্থানে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply