Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তীব্র গরমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা
--ফাইল ছবি

তীব্র গরমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক:

তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম।

রবিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

তিনি জানান, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিচেনা করে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে তীব্র তাপদাহের কারণে গত শনিবার অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলাও স্থগিত করা হয়েছি।

About Syed Enamul Huq

Leave a Reply