Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুমি রবে নিরবে…………. শোকাবহ অক্টোবর

তুমি রবে নিরবে…………. শোকাবহ অক্টোবর

আজ ৩০ অক্টোবর ২০২১, জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ‘শোকাবহ অক্টোবর’ মাসের ৩০তম দিন। গত ২৭ অক্টোবর ২১, ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। তিনি তার দৈনন্দিন কাজ ও কর্মে বেচেঁ থাকবেন আজীবন। সকালবেলা অফিসের সব জায়গায় তার স্মৃতি আমাদের হৃদয়ে নাড়া দিচ্ছে। এসব স্মৃতি কখনোই ভুলিবার নয়। তিনি সাংবাদিকতা নিয়ে আলোচনা সভা- সেমিনার এবং মাঝে মাঝে মিটিং ডেকে সাংবাদিকদের সাথে আলোচনায় অনেক কিছু শিখিয়েছেন। আলোচনা অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক বলেন, স্যার আমাদের সাংবাদিকতার উপর হাতেখড়ি দিয়েছেন, কিভাবে সংবাদ লিখতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়েছেন। আজ সেই শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক পুরনো একজন অফিস স্টাফ কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক বছর স্যারের সাথে কাজ করেছি ছোট্র কাল থেকে যখন আমার বয়স দশ বছর তখন স্যার আমার অভিভাবক হয়ে আমাকে অফিসে নিয়ে এসে কাজ দিয়েছেন, অনেককিছু শিখিয়েছেন। সেই শিক্ষা নিয়েই এখন অনেক জায়গায় কাজ করতে পারছি। আজকে এইসব কিছুর জন্য যার একমাত্র অবদান তিনি হলেন সৈয়দ এনামুল হক। তার অন্যতম গুণ ছিল, নতুনদের তিনি কাজের সুযোগ করে দিতেন, নিজেকে তৈরী করার শিক্ষা দিতেন, সব ধরনের সহযোগিতা করতেন। কাউন্সিলর হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। যেকোন বিষয়ে যেকোন ব্যক্তি কোন সমস্যা নিয়ে আসলে তিনি সব কিছু দেখে-শুনে বিবেচনা করে ন্যায় সঙ্গত সঠিক সিদ্ধান্ত দিতেন। কিন্তু ভুক্তভোগীদের কাছ থেকে কোন
টাকা নিতেন না। যদিও অনেকে দিতে চাইতেন। কখন, কার ছুটির ঘন্টা বেঁজে যাবে কেউ বলতে পারবে না। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply