Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুরস্কে কাজ শুরু করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল
--সংগৃহীত ছবি

তুরস্কে কাজ শুরু করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল

অনলাইন ডেস্ক:

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়েই তুরস্কের আদিয়ামান শহরে ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের আশা। এমন বৈরী আবহাওয়ায় খাবার বা পানি ছাড়া ধ্বংসস্তূপে এতক্ষণ টিকে থাকা প্রায় অসম্ভব। তবে আশার খবর হচ্ছে, এখনো মিলছে প্রাণের সন্ধান। উদ্ধার হচ্ছে জীবিত মানুষ।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর এই পরিবহন বিমানটির বিশেষ ফ্লাইট ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে পরিচালনা করা হবে। সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই এলাকায় সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply