Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুরস্ক চাইলে শ্রমিক পাঠাবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
--সংগৃহীত ছবি

তুরস্ক চাইলে শ্রমিক পাঠাবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক চাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে মুঠোফোনে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করেছে যে সঠিক সময় আমাদের লোকজন (সহায়তা কাজে) সেখানে গেছে।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলুর সঙ্গে আলোচনার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্কে এখনো অনেক মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে রয়েছে। তাদের উদ্ধারকাজ চলছে। তারা বলেছে, পরবর্তী সময় রিকনস্ট্রাকশন (পুনর্নির্মাণ) করে তাদের (ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের) বাড়ি-ঘর বানানো হবে। আমরা বলেছি, বাড়ি-ঘর বানাতে চাইলে প্রয়োজনে নির্মাণ শ্রমিক যদি দরকার হয়, আমরা দিতে পারব। যদিও তাদের কনস্ট্রাকশনের (নির্মাণ) লোক আছে বলে জানিয়েছে।’

তুরস্কে বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী আছেন, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply