Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

দুই আ.লীগ নেতার অধিপত্যের লড়াইয়ে গৃহবধূ নিহত


অনলাইন ডেস্ক:
সামাজিক আধিপত্য বিস্তার করতে ঝিনাইদহ জেলার শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সুফিয়া খাতুন (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত সুফিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শৈলকূপা উপজেলা সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল।

এরই সূত্র ধরে সকালে উভয় পক্ষের বেশ সংখ্যক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বুকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমানের সমর্থক সুফিয়া বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন এছাড়াও আরও অন্তত ৭ জন। এরপর ভাঙচুর চলে প্রায় ১০টি বাড়িতে । আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রওনা হয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply