Sunday , 19 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুই দিন ধরে নিখোঁজ সহসমন্বয়ক খালেদ
--খালেদ হাসান।

দুই দিন ধরে নিখোঁজ সহসমন্বয়ক খালেদ

অনলাইন ডেস্কঃ

দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান।

গত শনিবার বিকেলে তিনি নিখোঁজ হন। এরপর দুই দিন কেটে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সোমবার সন্ধ্যায় আবু বাকের মজুমদার জানান, খালেদের বিষয়টি নিয়ে শুরু থেকেই আমাদের টিম গুরুত্ব সহকারে কাজ করছে।

আবদুল কাদের ভাই এ বিষয়ে নিয়মিত তদারকি করছেন। গোয়েন্দা সংস্থাসহ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের নিয়মিত সহযোগিতা করছে। কিন্তু এখনো খালেদের সন্ধান পাওয়া যায়নি। খালেদের সন্ধান চাই!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, খালেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আমরা হন্নে হয়ে খুঁজছি, পুলিশ-বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাঁদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে; কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। খালেদ সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক; কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ আমরা মেনে নিতে পারবো না। শীঘ্রই খালেদের সন্ধান মিলুক।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক রিফাত রশিদ জানান, খালেদের বিষয়টা প্রত্যেকটি গোয়েন্দা দপ্তর এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দপ্তর টপ প্রায়োরিটি কেস হিসেবে নিয়েছে।

আমরা স্পেশাল ব্রাঞ্চের চিফের সাথে সকল তথ্য শেয়ার করেছি। তিনি ব্যক্তিগতভাবে কেসটা দেখছেন। আমরা সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করে যাচ্ছি।এর আগে শনিবার মধ্যরাতে সহসমন্বয়ক খালেদের নিখোঁজ হওয়ার তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

About Syed Enamul Huq

Leave a Reply