Monday , 6 February 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুই দিন পরই ম্যাচ; চটেছেন আর্জেন্টিনা কোচ
--ফাইল ছবি

দুই দিন পরই ম্যাচ; চটেছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক:

পোল্যান্ডকে হারিয়ে গত রাতে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর উদযাপনের ব্যাপার আছে। সেইসঙ্গে খেলোয়াড়দের চাই বিশ্রাম। এই দুটি বিষয়ের পর যেটা দরকার সেটা হলো- পরের ম্যাচের জন্য প্রস্তুতি।

কিন্তু লিওনেল মেসিদের সামনে এত সময় কই? দুই দিন পরেই তাদের নামতে হবে নক-আউট পর্বের ম্যাচে!

আগামী শনিবার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে মেসিদের। তাই সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা। ‘

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার হয়ে গেছে এর মধ্যেই। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম। ‘

About Syed Enamul Huq

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com