ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন। সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে রায় দেওয়ার একদিন পর হাইকোর্ট এ রায় দিলেন। আরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান ইমতিয়াজের নেতৃত্বাধীন দুই সদস্যের বিশেষ বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে আইএইচসি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো্র (এনএবি) জন্য নোটিশ জারি এবং পরবর্তী শুনানিতে উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র : এআরওয়াই নিউজ