Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন
--ড. মোহাম্মদ আবদুল মোমেন। ফাইল ছবি : ফোকাস বাংলা

দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. মোহাম্মদ আবদুল মোমেনকে।

একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়।

তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) ও রাষ্ট্রপতির একান্ত সচিব (পিএস) ছিলেন।

এরপর ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বও পালন করেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুগ্ম সচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
গত ২৯ অক্টোবর মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন দুদক কমিশনের পতন হয়।

About Syed Enamul Huq

Leave a Reply