Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুবাই বিমানবন্দরে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
--সংগৃহীত ছবি

দুবাই বিমানবন্দরে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরাম’-এ অংশ নিতে যাচ্ছেন। যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি ও  প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, দুবাইয়ে নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, আমিরাতপ্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা  ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাদুর ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু , সাইফুল ইসলাম হারুন , ইমদাত হোসেন, জোবাদুল করিম, খোরশেদুল আলম, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ এরশাদ, মালেক আবদুল্লাহ, আমিরাত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি  ও লক্ষ্মীপুর  রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী সাইফুল আলমসহ নেতারা।

তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply