Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দুর্গাপূজা উপলক্ষে জবিতে দুই দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজা উপলক্ষে জবিতে দুই দিনের ছুটি ঘোষণা

জবি প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ ও ২৬শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পাম্প অপারেটর ও ইলেক্ট্রিশিয়ান যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তার দায়িত্বে কর্মরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন।
বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিকে কোভিড-১৯ পরিস্থিতিতে এবার শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এবার উৎসব হবে না, শুধু পূজা অনুষ্ঠিত হবে।
এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পূজামণ্ডপের সংখ্যাও কিছুটা কম। জানা যায়, এবার ৩০ হাজার ৮১টি মণ্ডপে পূজার আয়োজন চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply