Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশব্যাপী সড়ক দুর্ঘনার ব্যাপক প্রাণহারি প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশব্যাপী সড়ক দুর্ঘনার ব্যাপক প্রাণহারি প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নোয়াখালী জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

AvR সকালে জেলা মাইজদী প্রধান সড়ক টাউন হল মোড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধন অংশ নেন। নিসচা জেলা কার্যকরি সদস্য ইয়াছিন সুমন এর সঞ্চালনায় জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. জাহিদুর রহমান। এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, আবদুর রহমান, শাকিল আহম্মেদ, সাহিত্য সম্পাদক শাকিব, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন, দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানীর প্রতিবাদে সোনাপুর-মাইজদী-চৌমুহনীতে চারলেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, শহরে ফুটপাত ও ফুটওভার ব্রিজ নিশ্চিত করা এবং যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ নোয়াখালী জেলার সড়ক দুর্ঘটনা রোধ করার লক্ষে কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যান্যদের মাঝে মানববন্ধনে অংশ নেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স ও আলোকিত মানবিক অর্গানাইজেশন সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply