Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশের খাদ্য পরিস্থিতি এখন  অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো-খাদ্যমন্ত্রী
--ফাইল ছবি

দেশের খাদ্য পরিস্থিতি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো-খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

দেশে এখন খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার (১ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখন খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো।  এরই মধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসাবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

About Syed Enamul Huq

Leave a Reply