Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস

অনলাইন ডেস্ক:

জুনের প্রথম সপ্তাহ থেকে বর্ষাকাল শুরু হওয়ার কথা, তবে দেশজুড়ে আগাম বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বেশ ভাপসা গরম আছে।

তবে জুন মাসের শুরু থেকে পরবর্তী বেশ কিছুদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ দেশের উজানে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বঙ্গোপসাগরের উত্তরে এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘের কারণে সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে। এ ছাড়া মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  উপকূল এলাকার কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে।

আজ ঢাকা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

About Syed Enamul Huq

Leave a Reply