‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। তারা দুজন উপস্থিত না থাকায় তাদের দপ্তরে আজ সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি জমা দেওয়ার পূর্বা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেবেন।
এর আগে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলন চলার মধ্যেই অধ্যাদেশটি জারি করে সরকার। এর পর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা।