Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশে আইন-কানুন বলতে কিছু নেই : কাদের সিদ্দিকী
--সংগৃহীত ছবি

দেশে আইন-কানুন বলতে কিছু নেই : কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্কঃ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে! মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন-কানুন বলতে কিছু নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার পরিবাররের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে, বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে অথবা দেশে শাসনব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই।

তিনি বলেন, ‘বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই।

এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’কাদের সিদ্দিকী বলেন, ‘আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, অসম্মানও পেয়েছি। গালাগালও শুনেছি। এত দিন বেঁচে না থাকলে আমি গালাগাল শুনতাম না।’

About Syed Enamul Huq

Leave a Reply