Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র শবেকদর পালিত
--সংগৃহীত ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র শবেকদর পালিত

ধর্ম ডেস্কঃ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা দেশে গতকাল শনিবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হয়েছে। মুসল্লিরা রাতভর নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে মহিমান্বিত এ রজনী অতিবাহিত করেছেন। দেশের মসজিদগুলোতে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া করা হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এদিকে গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবেকদর উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়।

About Syed Enamul Huq

Leave a Reply