Sunday , 3 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ধর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপি’র

ধর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপি’র

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারা দেশে এ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ধর্ষণবিরোধী সমাবেশ শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন এই সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে। তিনি বলেন, এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহা দানবকে সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply