Monday , 22 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নওগাঁয় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জ্বনাব মোঃ হারুন অর রশীদ। ৯ ডিসেম্বর বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট রাজিয়া সুলতানা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন,ভাইস চেয়ারম্যান ইলিযাস তুহীন রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, সাংবাদিক কায়েস উদ্দীন, জয়িতা লিপি সাহা, জয়িতা রেহেনা ইসলাম ও ইস্ফাত জেরিন প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতা অর্থনৈতিক ভাবে সাফল্য নারী নওগাঁ সদরের লিপি সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নিয়ামতপুরের শিল্পী জোয়ারদার, সফল জননী নারী সদরের রাহেনা ইসলাম, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী বদলগাছীর রেশমী সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাপাহারের ইস্ফাত জেরিন এবং সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতা অর্থনৈতিক ভাবে সাফল্য লিপি সাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জীবন নেছা, সফল জননী নারী রাহেনা ইসলাম, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তানজিলা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মুন্নী শর্মাকে ফুলের মালা, উত্তলিয় ও ক্রেষ্ট প্রদান কারা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply