Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন নারী
--প্রেরিত ছবি

নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন নারী

স্টাফ রিপোর্টার (রাজশাহী):
রাজশাহী মহানগরীতে  ট্রাফিক পুলিশকে লাথি মারার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গনক পাড়াস্থ হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী   (৪৫)। নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, সেখানে ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মোঃ বজলু দায়িত্ব পালনকালীন সময়ে বেরিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ অবস্থায় রিকশা যোগে রিক্সার যাত্রী রানী বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে নারী যাত্রী সদস্য বজলুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিকশা থেকে নেমে রানী ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিক্সার যাত্রী রানীকে আটক করে থানায় নিয়ে যায়।

About Syed Enamul Huq

Leave a Reply