Thursday , 20 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নতুন প্রজন্মকে শহীদনগরের সঠিক ইতিহাস জানাতে হবে : ডেপুটি স্পিকার
--সংগৃহীত ছবি

নতুন প্রজন্মকে শহীদনগরের সঠিক ইতিহাস জানাতে হবে : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, পাবনা জেলার সাঁথিয়ার শহীদনগরের শহীদদের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।

আজ বুধবার সাঁথিয়ার পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক (ডাব বাগান) শহীদনগর দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙালি সশস্ত্ররূপে আবির্ভূত হয়। নিজের জীবনের পরোয়া না করে তারা দেশের জন্য নিজেদের উৎসর্গ করে। সেসময় হানাদার বাহিনীর সাথে সাথে স্থানীয় দোসরদেরও মোকাবেলা করতে হয়েছিল। দেশের উন্নয়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে বর্তমান সরকার নিরলস কাজ করছে।’

অপর এক অনুষ্ঠানে ধুলাউড়ি ইউনিয়নের ৮০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে ঈদ পূর্ববর্তী মতবিনিময়সভায় মো. শামসুল হক টুকু বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় চর্চা করা হচ্ছে, আগের ন্যায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখন আর জঙ্গিবাদের আবাদভূমি নয়। ধর্মীয় বিষয়ে অনেক ধরনের মতভেদ ও গ্রুপ রয়েছে, শান্তি প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

About Syed Enamul Huq

Leave a Reply