Friday , 12 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দোয়ারাবাজারে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী নরসিংদী থেকে গ্রেফতার

দোয়ারাবাজারে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী নরসিংদী থেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি এনামুল হক খোকনকে (৫৫) গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নরসিংদী মডেল থানার বাসাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতার এনামুল হক খোকন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত. আব্দুল আউয়ালের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, (৩১ আগস্ট) বুধবার রাত ৮ টায় বাড়ির পাশে ছালেক মিয়ার বসত ঘর থেকে টিভির অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় বিদ্যুৎ চলে যায়। এই সময় লম্পট এনামুল হক খোকন নিজের ঘরে যাওয়ার পথে মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি নির্জন ঝোপে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে স্থানীয় নোয়াপাড়া গ্রামের এনামুল হক খোকনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা এস আই (নিঃ) মিজানুর রহমান জানান, শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি এনামুল হক খোকনকে গ্রেপ্তার করেছি। তাকে বুধবার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply