Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
“নারীর যথার্থ ক্ষমতায়নে এগিয়ে বাংলাদেশ”- উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান
--প্রেরিত ছবি

“নারীর যথার্থ ক্ষমতায়নে এগিয়ে বাংলাদেশ”- উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘নারীর যথার্থ ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়া তো বটেই বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে নারীর ক্ষমতায়নে অনেক বেশি এগিয়ে রয়েছি আমরা। মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘লিঙ্গ সমতা, সামাজিক ন্যায় বিচার ও টেকসই উন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নারীর সমতা বিধান নিশ্চিত করেছে। নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। শীর্ষ মহল থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বাংলাদেশ। পাশ্চাত্য অঞ্চলের চেয়ে আমাদের প্রাচ্য অঞ্চল লিঙ্গ সমতায় এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সরকারের সমন্বিত পদক্ষেপের কারণে দেশ-বিদেশে নারীর অগ্রগতি দৃশ্যমান। অন্য যেকোনো সময়ের চেয়ে নারীরা এখন গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। নারীরা যেখানে সুযোগ পাচ্ছে, সেখানে সাফল্য রাখছে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করে নারী জাগরণ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবো। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে অচিরেই পৌঁছাতে পারবো।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব লড়াই আন্দোলন-সংগ্রামের নেপথ্যে সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন। সমাজে লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। নারী সমাজের উন্নয়নে সরকারের এসব পদক্ষেপের কারণে বিজ্ঞান প্রযুক্তিসহ সব পেশায় নারীরা অগ্রসর হয়েছেন।’
ইউনাইটেড ন্যাশনস্ রিসার্চ ইনস্টিটিউট ফর স্যোশাল ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ কো-অর্ডিনেটর ফ্রান্সিসকো কস মনটিয়েল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্র ভালপাড়ে মোহান্তি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

About Syed Enamul Huq

Leave a Reply