Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২
--প্রেরিত ছবি

নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২

বরগুনা প্রতিনিধি:

নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে বিক্ষোভ মিছিল ও সভা করার বিষয়ে সদর থানার ওসিকে অবহিত করে থানায় থেকে ফেরার পথে বরগুনা জেলা জামায়াতের ২ নেতা কে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই শনিবার দুপুর ২টার দিকে শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজালুর রহমান ও সহ সম্পাদক জহিরুল হক। তাদের ২ জনকে পূর্বের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আফজালুর রহমান এর বাড়ি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা ও শহরের কোরক গ্রামে সহ সম্পাদক জহিরুল হকের বাড়ি। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সহ ২ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply