Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নাসিরনগর ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাকিম মিয়া (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে।
বুধবার (১ ডিসেম্বর) বিকেলে ভিকটিম শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বলাকুট ইউনিয়নের বলাকুট গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হাকিম মিয়া বলাকুট ইউনিয়নের বলাকুট গ্রামের বাইংলা পাড়া জানু মিয়ার ছেলে। সে বিবাহিত। সে এলাকায় টুকটাক কৃষিখামারির কাজ করেন।
ভিকটিমের বাবা জানায়, মঙ্গলবার বিকেলে বলাকুট বাজার থেকে তার ৭ বছর বয়সী ছেলে শিশুকে একই গ্রামের হাকিম মিয়া চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মেলায় নেওয়ার কথা বলে পাশের লংগন নদীর উত্তর পাড় নিয়ে যায়। পরে সেখানে তাকে বলাৎকার করে হাকিম। এরপর ওই শিশুটির চিৎকার শুনে স্থানীয় কিছু লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে আজকে বিকেলে ছেলে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
এব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ বলেন, ৭ বছরের এক শিশুকে বলাতকারের অভিযোগে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি দিয়েছি। প্রাথমিক অবস্থায় শিশুটির বলাৎকারের প্রমান মিলেনি। সার্জারী চিকিৎসক এসে সকালে পরিক্ষা-নিরিক্ষা করার পর শিশুটি বলাতকার হয়েছে কিনা জানানো যাবে।
এব্যাপারে নাসিরনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, মুহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনাটি আমি শুনেছি, তবে এ ঘটনায় থানায় কেউ  অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply