Tuesday , 6 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রওশন এরশাদ
--প্রেরিত ছবি

নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রওশন এরশাদ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের
৬তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যৌথভাবে জাতীয় সংসদের
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও অত্র
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কে. এম খালিদ বাবু এমপি। ভিত্তি স্থাপন অনুষ্ঠানে
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন বেগম রওশন এরশাদ এবং মুক্তাগাছা থেকে ভার্চুয়ালি যুক্ত
হন কে. এম খালিদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা
বেগম রওশন এরশাদ এমপি কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা যাতে
বাসায় ঠিকমত লেখাপড়া অব্যাহত রাখতে পারে তার প্রতি খোঁজখবর রাখার জন্য শিক্ষকদের
প্রতি আহবান জানিয়েছেন ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী জানান,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম
নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ৬তলা নতুন একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে ৪
কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে। এটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ।
ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি
জাহাঙ্গীর আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ রাসেল মিয়া,
উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাদিদুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির সাধারণ
সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জেলা
জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মো মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির অর্থ
সম্পাদক মাহমুদ শরিফুল ইসলাম খোকন, ম্যানেজিং কমিটির সদস্য মেজবাহউদ্দিন, ৬ নং
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সমাজসেবক আল ইউসুফ, সহকারী
প্রধান শিক্ষক গোলাম রব্বানী, শিক্ষকমন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About Syed Enamul Huq

Leave a Reply