Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় আওয়ামী লীগ
--ফাইল ছবি

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় আওয়ামী লীগ

অনলাইন ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমান সুযোগ) চায় আওয়ামী লীগ। নির্বাচনের আগে ভোটের সেই পরিস্থিতি তৈরি করতেও আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সাক্ষাৎকারে ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে এমন কথা জানিয়েছেন।

তবে দ্রুত নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। রাজনৈতিক দল ছাড়া দেশ ভালো চলতে পারে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনের আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে এখন মানবাধিকার, সুশাসন, বিচার কিছুই নেই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। খুনিদের ইনডেমনিটি দেওয়া হচ্ছে। এগুলো ঠিক করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ নির্বাচন দিক।

About Syed Enamul Huq

Leave a Reply