দ্রুত নির্বাচন দাবি করে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‘নির্বাচিত সরকারের প্রক্রিয়া বিলম্বিত হলে আরো একটি ফ্যাসিবাদের জন্ম নিতে পারে। ফ্যাস্টিট আওয়ামী সরকার পতনের আন্দোলনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যারা একসঙ্গে আন্দোলন করেছে তাদের প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচন চায়।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ মে ) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে বই প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি এ বি এম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।