Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নেতাকর্মীদের সরিয়ে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
--সংগৃহীত ছবি

নেতাকর্মীদের সরিয়ে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক:

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ।

সকালের দিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হাতে থাকে। দুপুর ১২টার পর পুলিশ নেতাকর্মীদের সরে যেতে বললে আশপাশের গলিতে অবস্থান নেন তারা।

এর আগে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে প্রধান সড়কের ওপর শতাধিক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। প্রধান সড়কের পাশাপাশি সেখানকার একটি গলিতেও অসংখ্য পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। এ ছাড়া একটি সাঁজোয়া রায়ট কার (এপিসি), জলকামান ও প্রিজন ভ্যানও বিএনপি অফিসের সামনে দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply