Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নেদারল্যান্ডস এর ওয়াগেনিঞ্জেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের ”বারি” পরিদর্শন
--প্রেরিত ছবি

নেদারল্যান্ডস এর ওয়াগেনিঞ্জেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের ”বারি” পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি:
নেদারল্যান্ডস এর ওয়াগেনিঞ্জেন  ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এর ওয়াগেনিঞ্জেন ফুড এন্ড বায়াবসড রিসার্চ (ডব্লিউএফবিআর) এর ০২ (দুই) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ২৭ আগস্ট ২০২৩ইং  রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা  ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে  ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র ) ড. মোঃ তরিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রশিদ আহমদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা ড. বাবুল চন্দ্র সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মোঃ মনির হোসেন। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ. মিজানুর রহমান।
এরপর অতিথিবৃন্দ ইনস্টিটিউটের পেস্টিসাইড এ্যানালিটিক্যাল ল্যাবরেটরী, প্ল্যান্ট ডিজিস ডায়াগনস্টিক ল্যাবরেটরী, পাস্ট-হারভেস্ট টেকনালজি ল্যাবরেটরী, ফল গবেষণা ফার্ম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ  প্রকাশ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply