Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে ইলিশ মাছ ধরায় ৬জনকে অর্থদন্ড

নোয়াখালীতে ইলিশ মাছ ধরায় ৬জনকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরে পরিবহন করায় ৬জনকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) সরোয়ার সালাম’র আদালত ৪হাজার ৫০০টাকা অর্থদন্ড প্রদান করেন।

সূত্রে জানা যায়, বুধবার সকালে হাতিয়ার চরগাসিয়া গ্রামের ৩ জেলেকে ১৬ পিছ ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ। একই দিন কোষ্টগার্ড উপজেলার তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ১৫ পিছ ইলিশ মাছসহ ৩জনকে আটক করে। পরে হাতিয়া উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালাম’র আদালতে হাজির করা হলে এ দন্ডাদেশ দেয়া হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোষ্টগার্ডের সদস্যরা।

প্রকাশ থাকে যে, ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকুলীয় ২০টি জেলার নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করে।

About Syed Enamul Huq

Leave a Reply