Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে গত ২৪ ঘন্টা একজনের মৃত্যু শনাক্ত ১৫৭

নোয়াখালীতে গত ২৪ ঘন্টা একজনের মৃত্যু শনাক্ত ১৫৭

নোয়াখালী প্রতিনিধি :

গত ২৪ঘন্টায় নোয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৮৮ শতাংশ। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫১ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৪ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ। 

বুধবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, সুবর্ণচরে ৩ জন, বেগমগঞ্জ ৩০ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিল ১৫ জন, সেনবাগ ১০ জন, কোম্পানীগঞ্জ ১৯ জন, কবিরহাটে ১৩ জন রয়েছেন। তিনি আরো বলেন, এছাড়া সুস্থ হয়েছে ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছে ৪৭ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

About Syed Enamul Huq

Leave a Reply