Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে বিদেশ ফেরতদের পাশে দাঁড়িয়েছে brac
--প্রেরিত ছবি

নোয়াখালীতে বিদেশ ফেরতদের পাশে দাঁড়িয়েছে brac

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলা , বেগমগঞ্জ উপজেলা ও সেনবাগ উপজেলার বিদেশফেরত ৪ জন নারী ও ১ জন পুরুষ অভিবাসীকে প্রত্যাশা-২ প্রকল্প থেকে ম্যাটেরিয়াল এসিস্ট্যান্স সাপোর্ট বাবদ গরু কিনে দেওয়া হয়। সাপোর্টের চেক হস্তান্তর করেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শারমীন আরা।আরো উপস্থিত ছিলেন জনাব,মোঃ ইমাম উদ্দিন এমআরএমসি কো অর্ডিনেটর ও জনাব,মোঃ ফজলুল হক রুবেল প্রোগ্রাম অর্গানাইজার ।ও নোয়াখালী সদর উপজেলার মাইগ্রেশন প্রোগ্রামের নোয়াখালী সদর উপজেলার সাধারণ সম্পাদক আবদুল বাসেদ।

উল্লেখ্য, আজকের সাপোর্ট প্রদানের মাধ্যমে প্রথম প্রকল্প বর্ষে নোয়াখালী জেলায় মোট ৩৮ জন বিদেশফেরত অভিবাসীকে ম্যাটেরিয়াল এসিস্ট্যান্স সাপোর্ট দেওয়া হয়।

আরো উল্লেখ্য নোয়াখালী সদর উপজেলার ১১ নং নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর ও ধর্মপুর এর দুই জন বিদেশ ফেরত মহিলা সাপোর্ট পেয়ে brac কে ধন্যবাদ জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply