Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক কমিটি পুনর্বহালের দাবিতে সুবর্ণচরে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক কমিটি পুনর্বহালের দাবিতে সুবর্ণচরে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: : নোয়াখালী জেলা আওয়ামীলীগের আগের ঘোষিত কমিটি বাতিল করায় ক্ষুগ্ধ নোয়াখালী জেলা আওয়ামিলীগের একাংশ। এ নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড়। গতকাল ৩ গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে নোয়াখালী জেলা শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

২০১৯ সালের ২০ নভেম্বরে নোয়াখালী জেলা আওয়ামি লীগের সম্মেলনের মাধ্যমে হওয়া পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখার দাবীতে নোয়াখালী সুবর্নচর উপজেলায় এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে উক্ত প্রতিবাদ সভার আয়োজন করে সুবর্নচর উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অংঙ্গসংগঠন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্নচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামি লীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা আওয়ামিলীগের সংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান দিপক, যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, যুগ্নআহবায়ক আমির খসরু মাহমুদ, ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি হানিফ কেশিয়ার, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভিপতি আজগর হোসেন পলোয়ানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামি লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মি বৃন্দ। বক্তারা বলেন, বিগত দিনে জেলা আওয়ামি লীগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিলো, করেছেন ব্যাপক উন্নয়ন, দূর করেছেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ। করোনাকালে অবদান ছিলো দেশ জুড়ে প্রশংসিত।

কিছু হাইব্রিড, দলের বিশৃঙ্খলা কারি পরিকল্পিতভাবে জেলা আওয়ামিলীগতে কুলষিত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। বিগতদিন গুলোতে একরাম হোন্ডা নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছেছেন, নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন। তার সকল অবদান ম্লান করতে একটি কুচক্রী মহল সক্রিয় ভূমিকা পালন করে সোস্যাল মিডিয়ায় অনবরত মিথ্যা তথ্য দিয়ে জেলা আওয়ামিলীগের মধ্যে ধন্দ সৃষ্টি করছে।

২০১৯ সালের ত্রিবার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামি লীগের কিমিটি পূর্ণবহাল রাখার জন্য দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

About Syed Enamul Huq

Leave a Reply