Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
--প্রেরিত ছবি

নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:

সড়ক আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলিএই স্লোগানে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সরকারি বেসরকারি কমকর্তা, পরিবহন মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরতাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার। বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো.মাসুদ পারভেজসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তাগণ চালকদের স্বাস্থ্য সচেতনতা এবং সড়কে আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply