Sunday , 16 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন
--প্রেরিত ছবি

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জালাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর জাহান নীলা, জেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন মো: জাহাঙ্গীর, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর ফখরুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান প্রমুখ।

বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply