Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীতে রিক এর উদ্যোগে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত
--প্রেরিত ছবি

নোয়াখালীতে রিক এর উদ্যোগে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ ১৮ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেলের জন্ম। নোয়াখালীর সদর উপজেলার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ‍্যোগে আজ সকাল দশটায় পুষ্পস্তবক অর্পন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন এবং দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রিক অফিস এরিয়ার নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহেদুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ফিরদাউস কবির, বেগমগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আজগর আলী, সুবর্ণচর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ দুলাল সর্দার, আমিশাপাড়া শাখার শাখা ব্যবস্থাপক আবদুল মতিন, চন্দ্রগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক শিমুল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য মন্ত্রী পরিষদের এক সিদ্ধান্ত অনুসারে ২০২১ সাল থেকে দিনটিকে শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply