নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নব ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাক্ষাণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে জেলায় কর্মরত সর্বস্তরের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেনারেল হাসপাতাল, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সহ জেলায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে বিএমএ সভাপতি ডা: এম এ নোমান, স্বাচীপের জেলা কমিটির সাবেক সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। এ সময় বক্তাগণ অভিযোগ করেন, নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটি জেলার কারো সাথে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালীতে স্বাচিপের একটি আহবায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে নালী নির্যাতন মামলায় জেলখাটা আসামিসহ বিতর্কিত অনেককে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। প্রতিবাদ সমাবেশে স্বাচিপের বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।