Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করালেন এমপি
--প্রেরিত ছবি

নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করালেন এমপি

নোয়াখালী প্রতিনিধি:

সরকারের গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ভাতাভোগীদের এ ওয়াদা করান তিনি। ভাতাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভায় এমপি ইব্রাহিম বলেন, ‘শেখ হাসিনা গরিবের মা। তিনি সব সময় অসহায় মানুষের জন্য আছেন। বঙ্গবন্ধুর কন্যা আছেন বলেই গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। এসব কিছুর অবদান একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

এমপি ইব্রাহিম আরও বলেন, ‘যিনি আপনাদের জন্য এত কিছু করছেন তার জন্য আপনাদেরও কিছু করতে হবে। আমার সঙ্গে ওয়াদা করেন শেখ হাসিনার নৌকায় ভোট দেবেন। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন এটা আল্লাহ সাক্ষী। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থেকে এই সেবা অব্যাহত রাখতে পারেন। আমার জন্যও দোয়া করবেন যেনো সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন করিম বক্তব্য রাখেন। সভায় ইউনিয়নের দুই হাজারের অধিক ভাতাভোগী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply