Tuesday , 16 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। স্থানিয় সংসদ সদস্য,পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা রেলপথ মন্ত্রীর ছেলে ব্যারিষ্টার কৌশিক সাহিয়ান নাবিদ,উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বোদা থানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ,বোদা পৌর আওয়ামী লীগ,যুব লীগ,ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন,বোদা প্রেসক্লাব,এনজিও সহ বিভিন্ন সরকারি দপ্তর,প্রতিষ্ঠান, ,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কালো ব্যাচ ধারন,বাসায় বসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা.সরকারি .বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন,ভার্চুয়াল আলোচনা সভা,অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল বিশেষ মোনাজাত ও মন্দির,গীজা,প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়। অপর দিকে বোদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply