Monday , 4 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে বাফার গোডাউন থেকে সার সরবরাহ শুরু
--প্রেরিত ছবি

পঞ্চগড়ে বাফার গোডাউন থেকে সার সরবরাহ শুরু

পঞ্চগড় প্রতিনিধি: সার সংকট দূর ও সাশ্রয়ী মুল্যে কৃষকদের মাঝে সার সরবরাহের জন্য পঞ্চগড়ের বাফার গোডাউন থেকে
বিসিআইসি ডিলারদের কাছে ইউরিয়া সার সরবরাহ শুরু
হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক
মো.জহুরুল ইসলাম এই সার সরবরাহের উদ্বোধন করেন। দুই
বছর আগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ধনীপাড়ায়
সরকারি বাফার ইউরিয়া সারের গোডাউন নির্মাণ করা
হলেও এখান থেকে ডিলারদের সার সরবরাহ না করে
পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও বাফার গোডাউন থেকে
সার সরবরাহ করা হতো। এতে কৃষকদের কাছে সার
পৌঁছতে সময় ও মুল্য বেশী লাগে। পঞ্চগড় জেলা
প্রশাসক মো.জহুরুল ইসলামের প্রচেষ্টায় পঞ্চগড় বাফার
গোডাউন থেকে বিসিআইসি ডিলারদের কাছে এই
প্রথম সার সরবরাহ শুরু হলো। উদ্বোধনী দিনে জেলার ৪৭ জন
বিসিআইসি ডিলারের কাছে ২ হাজার মেট্রিক টণ
সার বিক্রি করা হয়েছে। এই গোডাউনে ১৬ হাজার
মেট্রিক টণ ইউরিয়া সার মজুদ রয়েছে। জেলা প্রশাসক
মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত এক
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ
আলী,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর
রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল
ইসলাম,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী ও
বিসিআইসির ডিলার হান্নান শেখ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply